শিক্ষার আলো ডেস্ক
গতকাল বুধবার (০৯ নভেম্বর) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ জাঁকজমক করে সি এস ই দিবস পালন করেছে। ২০১৫ সালের ৯ নভেম্বরে প্রথম সি এস ই বিভাগের ক্লাস শুরু করেছিলো বিশ্ববিদ্যালয়। সেই থেকেই এই দিনকেই জন্মদিন হিসেবে পালন করে আসছে সি এস ই বিভাগ।
আয়োজিত অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সকল শিক্ষার্থীদের সহযোগীতা করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের দ্বারা আমরা আগামীর সম্ভাবনাময় বাংলাদেশে এগিয়ে যাব।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং এর দিপঙ্কর তালুকদার ভবনের কনফারেন্স রুমে সি এস ই দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিএসই দিবস উপলক্ষ্যে এক বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিরটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষীণ করে এসে দিপঙ্কর তালুকদার ভবনের সামনে এসে শেষ হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে সি এস ই বিভাগের কেক কেটে দিবসটির মূল কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার। দিবসটি উপলক্ষে কনফারেন্স রুমে আলোচনা অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সেলিনা আখতার,উপ-উপাচার্য অধ্যাপক ড.কাঞ্চন চাকমা, অধ্যাপক ড.কৌশিক দেব (চুয়েট) সি এস ই বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ধীমান শর্মা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জুয়েল সিকদার (সহকারী অধ্যাপক সিএসই বিভাগ) ও অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে সেমিনারের আলোচনায় অধ্যাপক কৌশিক দেব (চুয়েট) “Modern Trends for Research Methodology” নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে। বিভিন্ন কাজে অবদান রাখার জন্য শিক্ষকদের মাঝে সম্মাননাপ্রদান করা হয় ।
সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির সমাপ্ত ঘটে।
Discussion about this post