নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি বছরের বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। আজ রোববার (২৭ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর সকাল ৯ নয়টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১ ডিসেম্বর ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির গণিত ও বেলা সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা ও বেলা সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির সমাজ ও বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এবং সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৮ ডিসেম্বর ৯টা থেকে ১১টা পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ধর্ম ও নৈতিক শিক্ষা ও সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এসব শ্রেণির চারু ও কারুকলা, সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯ ডিসেম্বর ৯টা থেকে ১১টা পর্যন্ত ১ম ও ২য় শ্রেণির চারু ও কারুকলা, সংগীত ও শারীরিক শিক্ষা এবং সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিচে রুটিন দেয়া হলো-
Discussion about this post