নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হবে ।
বুধবার (১ ফেব্রুয়ারি) সাত কলেজের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সনের এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএ শেষ পর্বের বিশেষ পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হবে এবং আগামী ১২ মার্চ (রোববার) শেষ হবে। শিক্ষার্থীদের সব পরীক্ষা দুপুর ২টায় আরম্ভ হবে। পরীক্ষার সময় প্রশ্নপত্রে উল্লেখ করা হবে ।
রুটিনসহ বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-
Discussion about this post