নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ-এর (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ উপলক্ষে ‘প্রথম আগমনীর গান’ শীর্ষক অনুষ্ঠানে প্রথম ‘বাংলা ও সাহিত্য বিভাগ’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউল্যাব উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
বিভাগের শুভ উদ্বোধন ঘোষণার পর সেলিনা হোসেন বলেন, ‘ইউল্যাবে বাংলা ও সাহিত্য বিভাগ চালু হচ্ছে, এটা অনেক আনন্দের একটা বিষয়। কারণ অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিভাগ নেই। বাংলা ভাষা ও সাহিত্য যে বড় জায়গাটা ধারণ করে দিগন্ত বিস্তারিত চিন্তা আমাদের মাঝে প্রসারিত করছে, সেজন্য আমরা ইউল্যাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি। ’
বাংলা ভাষার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ভাষার মর্যাদার জন্য আমরা একুশে ফেব্রুয়ারি পালন করেছিলাম, সেটা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। যেসব দেশ উপনিবেশ হিসেবে অন্য দেশের অধীনে আছে, তারা তাদের মাতৃভাষার মর্যাদার জন্য আমাদের ২১শে ফেব্রুয়ারি উদযাপন করবে তাদের দেশে, এটা আমাদের জন্য অনেক বড় জায়গা। ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার বিশাল গৌরবের জায়গা। আমি যখন যেখানে যাই সবাইকে বলি, আমাদের সাহিত্য ৪৭ পরবর্তী সময় থেকে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ভিন্ন স্রোতমাত্রায়, সে জায়গাকে ধারণ করে আমাদের সাহিত্যকে অনুবাদ করবেন। এটা ইংরেজিকে মর্যাদা দেওয়া নয়, আমাদের মাতৃভাষাকে মর্যাদায় তোলা। ’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরা জ্ঞানকে হারিয়ে ফেলেছি। কারণ এটা জ্ঞানের যুগ নয়, এটা অর্থের যুগ। এক সময় ধর্মের যুগ ছিলো, একসময় বিজ্ঞানের যুগ ছিলো, শিল্প-সাহিত্যের যুগ ছিলো, দর্শনের যুগ ছিলো। আজকের পৃথিবী সবচেয়ে বিপদজনক জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে বিত্ত-বৈভবের যুগ। আজকে বিত্ত হচ্ছে পৃথিবীতে, সারা পৃথিবীজুড়ে বিত্তের এই আগ্রাসন আগে কখনও হয়নি। আমরা সেই যুগে এসে পড়েছি। সবকিছুর মূল্যবোধ আছে, কবিতার মূল্যবোধ আছে, দর্শনের মূল্যবোধ আছে, শুধু টাকার কোনো মূল্যবোধ নেই। ‘
‘আমাদের জ্ঞানকে তপস্যার মতো করে নিতে হবে’ উল্লেখ করে দেশের খ্যাতিমান সংগঠক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আজ বাংলা নেই। কারণ বাংলা টাকা আনতে পারে না। শুধু বাংলা পড়লাম তাতে কোনও লাভ হবে না, আমি বাংলাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবো এই চিন্তা থাকতে হবে। সেটার জন্য ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। ’
তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘যদি বাংলার চর্চা করি বাংলাকে বড় জায়গাতে নিতে যে ত্যাগ স্বীকার প্রয়োজন তা করি, তাহলে বাংলা পড়েও তুমি সফল হবে। যেটা করবে ভালো করে করবে, কারণ পৃথিবী ভালোর কাছে ঋণী। ’
স্বাগত বক্তব্যে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা বলেন, ‘আজ ইউল্যাব দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করে আমরা গর্বিত। আমাদের মাতৃভাষা বাংলা ছাড়াও, ৪৪টি নৃ-গোষ্ঠী ভাষা ও সাহিত্য আছে, নৃ-গোষ্ঠী এসব ভাষা সাহিত্য নিয়েও আমরা ১০০ নম্বরের কোর্স থাকছে আমাদের। এটাই প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে নৃ-গোষ্ঠীদের ভাষা পড়ানো হবে। ’
সমাপনী বক্তব্যে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বলেন, ‘আমাদের ইংরেজি বিভাগ ও বাংলা বিভাগ একে অপরের সম্পর্ক হিসেবে কাজ করবে। বাংলা বিভাগ যে জ্ঞান চর্চা করবে, সেই জ্ঞান ইংরেজিতে অনূদিত হবে। আমাদের ছাত্ররা চাইলে মিডিয়া স্ট্যাডিজ পড়তে পারবে, ব্যবসা পড়তে পারবে, ইন্টারন্যাশনাল রিলেশন পড়তে পারবে। এটার মাধ্যমে জ্ঞানের যে কোনও সীমাবদ্ধতা হয় না, আমরা সেটা উদযাপন করতে চাই। আমাদের মূল উদ্দেশ্য চিন্তার জায়গাটা পরিষ্কার করা, সেই উদ্দেশ্য নিয়ে বাংলা বিভাগের যাত্রা শুরু। ’
Discussion about this post