নিজস্ব প্রতিবেদক
২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারো বৃদ্ধি করা হয়েছে। আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর আগামী ১৫ মার্চ পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেয়া যাবে।
সোমবার (৬ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেয়ার শেষ তারিখ ১৫ মার্চ।
Discussion about this post