শিক্ষার আলো ডেস্ক
সিলেটের জালালাবাদ সেনানিবাসে শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ) সিলেট-এর ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম।
জুলাই ২০২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-র সার্বিক তত্ত্বাবধানে স্বায়ত্তশাসিত এই ইনস্টিটিউটের স্নাতক প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা।
গত ১মার্চ সিলেটের জালালাবাদ সেনানিবাস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম ধাপে বিনামূল্যেই আবেদন করা যাচ্ছে, আর তা ঘরে বসেই। আবেদন শেষ হবে ১০ এপ্রিল ২০২৩ইং।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৫ হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবে। স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে সরাসরি https://joinarmyiba.com/applynow এই লিঙ্কে আবেদন করা যাবে। ৪ বছরের এ প্রোগ্রামে যেকোনও বিভাগ থেকে এইচএসসি বা সমমান অথবা জিসিই এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।প্রথম ধাপে আবেদনকারীদের মধ্যে লিখিত এবং মৌখিক ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিতদের পরবর্তী ধাপের বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত দেখুন নিচে বিজ্ঞপ্তিতে-
Discussion about this post