নিজস্ব প্রতিবেদক
নগরীর সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ ।গত ২৫ ফেব্রুয়ারি, শনিবার বাকলিয়া সরকারী বালক উচ্চবিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য এই ক্রীড়াঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ খায়রুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন অন্যতম পরিচালক, সরকারী মহিলা পলিটেকনিক কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম এবং প্রতিষ্ঠান অধ্যক্ষ সমরজিৎ দাশ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধূলার কোন বিকল্প নেই।খেলাধূলা কিশোর তরুণদের মাদক এবং অনৈতিক কাজ থেকে বিরত রাখে। খেলাধূলা একটি সহশিক্ষা কার্যক্রম।এর মাধ্যমে তার যে মানসিক বিকাশ লাভ ঘটে তাই তার লেখাপড়ার অগ্রগতিকে ত্বরান্বিত করে। দলকে নেতৃত্ব দেওয়া, দলবদ্ধ ভাবে কাজ করার মানসিকতা, সহানুভূতি ও সহমর্মিতা বোধ খেলাধূলা থেকেই জন্ম নেয় । এই সব মানবিক মূল্যবোধ একজন প্রকৃত নাগরিকের একান্ত প্রয়োজন ।তাই কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজ সবসময় খেলাধূলা ও সহশিক্ষামূলক কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
অধ্যক্ষ সমরজিৎ দাশ বলেন, শুধু যে জয়লাভ করার জন্যই যে খেলবে ঠিক তা না, খেলাধূলা আমাদের মনকে সতেজ করে শরীরকে সুস্থ রাখে । ছাত্রজীবনে অনাবিল আনন্দ দিতে পারে একমাত্র খেলাধূলা ।পড়াশুনার সাথে সাথে শরীরচর্চা ও খেলাধূলার বিশেষ প্রয়োজন আছে । কারণ অসমর্থ ও দুর্বল শরীরে কখনো ভালো পড়াশুনা হয় না ।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে ক্রীড়াবিদদের পরিবেশনায় মার্চপাস্ট ও বিশেষ শারীরিক কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।৫০ ও ১০০ মিটার দৌড়,বিস্কুট দৌড়,মার্বেল দৌড়,মোরগ খেলা,দড়ি লাফ, বস্তা দৌড়, গোলক নিক্ষেপ, হাই জাম্প, লং জাম্প ইত্যাদি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে ক্ষুদে ক্রীড়াবিদরা চরম উৎসাহে।
কেবল ছোটদের নয়, অভিভাবক ও শিক্ষকগণও খেলায় মেতে উঠেছিলেন এই দিনটিতে। জিতেছেন পুরস্কারও !
উপস্থিত অভিভাবক ও দর্শকগণ দারুণ উপভোগ করেন বর্ণাঢ্য এই ক্রীড়া আয়োজন।সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সার্বিক ক্রীড়াপরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক আজিমউদ্দিন আহমেদ এবং তৌফিকুল ইসলাম।
Discussion about this post