নিজস্ব প্রতিবেদক
নগরীর অন্যতম খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান হলিচাইল্ড স্কুল এন্ড কলেজে এস.এস.সি-২০২৩ ইং পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।সম্প্রতি স্কুল প্রাঙ্গনে স্কুলপ্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ এম.কে. বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদায়ী শিক্ষার্থীগণ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় বিদায়ী শিক্ষার্থীদের। পরীক্ষার্থীরা তাদের বক্তব্যে শিক্ষকদের প্রতি এবং পিতামাতার প্রতি পরম কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন।
বিষয়ভিত্তিক শিক্ষকগণ স্ব স্ব বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন এবং আসন্ন পরীক্ষার আগের সময়টুকু সুপরিকল্পিতভাবে কাজে লাগিয়ে রুটিনমাফিক পড়া রিভিশনের মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন ।
অধ্যক্ষ এম.কে. বড়ুয়া পরীক্ষার্থীদের বাকী সময়টুকু অন্য কোনদিকে মনোনিবেশ না করে কেবলমাত্র পড়ার প্রতি একনিষ্ঠ হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই তাদের অর্জিত জ্ঞান ও মেধা দিয়ে প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধি ও উন্নয়নের দিকে এগিয়ে নেবে। আমি আশা করবো হলিচাইল্ড স্কুল এণ্ড কলেজের প্রত্যেক শিক্ষার্থী শিক্ষকদের দেয়া শিক্ষা ও উপদেশ মেনে চলবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
আলোচনা শেষে পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট অর্জিত হয়,তার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার্থীদের হাতে শিক্ষাউপকরণ তুলে দেন শিক্ষক ও অতিথিবৃন্দ।
Discussion about this post