নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৩ ইং.রবিবার চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন স্কুল অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক শামীম উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ সিকান্দার মেহেদী। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান।
স্বাগত বক্তব্যে উপাধ্যক্ষ মোহাম্মদ সিকান্দার মেহেদী উপস্থিত শিক্ষার্থীদের সামনে ২৫ মার্চে র নির্মম হত্যাযজ্ঞের ঘটনা এবং তার প্রতিবাদে বাঙালীর প্রতিরোধের ইতিহাস তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম হোসেন বলেন, সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল মুক্তিযুদ্ধের স্বপ্ন। এ স্বপ্ন পূরণে দেশ গত ৫২ বছরে কতটুকু এগিয়েছে জাতি সে মূল্যায়ন করছে আজ স্বাধীনতার বার্ষিকীতে। প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান ঘোচাতেও এ দিন শপথ নেবে দেশপ্রেমী প্রতিটি মানুষ। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও অসাম্প্রদায়িক দেশ গঠন; যেখানে দেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা ও নাগরিক অধিকার নিশ্চিত হবে।
সভাপতি অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহ বলেন, ’৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা শুরু করে ইতিহাসের সবচেয়ে বর্বরতম গণহত্যা। জাতির এ ক্রান্তিলগ্নে ২৬ মার্চের শুরুতেই বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন দেশের স্বাধীনতা। ডাক দেন সশস্ত্র মুক্তিযুদ্ধের। ’৭১-এর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত হয় মুক্তিযুদ্ধের মহিমান্বিত বিজয়। এই বিজয়কে ধরে রাথতে হলে আমাদের দেশকে ভালোবাসতে হবে এবং দেশের কল্যাণে কাজ করার শপথ নিতে হবে।
আলোচনা শেষে শিক্ষার্থীরা কবিতা, ছড়া,গান ও উপস্থিত বক্তৃতা পেশ করে।
পরিশেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
Discussion about this post