শিক্ষার আলো ডেস্ক
চলমান এসএসসি পরীক্ষায় দেশের ৯টি শিক্ষাবোর্ডের গণিত বিষয়ের পরীক্ষায় ১৯ হাজার ১৯০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া মাদ্রাসা বোর্ডে ১২৪৮৭ জন ও কারিগরিতে ৩৬০৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সকল বোর্ড মিলে সর্বমোট ৩৫ হাজার ২৮১ জন শিক্ষার্থী গণিত বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত। একই সাথে বিভিন্ন কেন্দ্রের ১১৬ শিক্ষার্থীসহ তিন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
বিজ্ঞপ্তি হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ বোর্ডে সব মিলিয়ে ১৯ হাজার ১৯০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ঢাকা বোর্ডের ৫ হাজার ১১৭ জন, রাজশাহী বোর্ডের ২ হাজার ১৬ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩৮৩ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯০৩ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৮৩৯ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১৬৫ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ৩৪১ জন, দিনাজপুর বোর্ডের ২ হাজার ১২৪ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৩০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বহিষ্কৃত ১১৯ জনের মধ্যে এসএসসি পরীক্ষার বহিষ্কার হয়েছেন ৭৫ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১২ জন। আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ২৯ জন পরীক্ষার্থী।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ২২ জন, রাজশাহী বোর্ডে ২ জন, কুমিল্লা বোর্ডে ২১ জন, চট্টগ্রাম বোর্ডে ৩ জন, সিলেট বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডে ৭ জন, দিনাজপুর বোর্ডে ১২ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন ঢাকা বোর্ডের ৩ জন শিক্ষককে বহিষ্কার করা হয়।
Discussion about this post