শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) থেকে শুরু হচ্ছে। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তারিখ প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ১ আগস্ট হতে ৪ আগস্টের মধ্যে জিএসটি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/) এর মাধ্যমে নিম্নে নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।
প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে ১ আগস্ট দুপুর ১২টা হতে ৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মূল কাগজপত্র জমা দেওয়া যাবে ২ আগস্ট থেকে ৫ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে।
এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি নিচে দেয়া হলো-
Discussion about this post