শিক্ষার আলো ডেস্ক
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রাইম ব্যাংক লিমিটেডের ঈঝজ কার্যক্রমের আওতায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে দরিদ্র ও মধ্যবিত্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করে আসছে।প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ এর জন্য আবেদন আহ্বান করেছে ।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ এর আবেদনের যোগ্যতাঃ
(১) কেবলমাত্র ২০২২ ও ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন
(২) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ৯:০০ থাকতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে ৮.৮ থাকতে হবে।
(৩) অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১০,০০০ টাকা বা তার নিচে হতে হবে।
(৩) অন্য কোন উৎস (সরকারী/বোর্ড বৃত্তি ব্যতীত) থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তির জন্য বিবেচিত হবে না।
(৪) অন্য কোন উৎস (সরকারী/বোর্ড বৃত্তি ব্যতীত) থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তির জন্য বিবেচিত হবে না।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ এর আবেদনের নিয়মাবলীঃ
১) অনলাইন অথবা অফলাইন দুই ভাবেই আবেদন করা যাবে (যেকোনো এক ভাবে আবেদন করলেই হবে)
২) সদ্য তােলা এক কপি রঙ্গিন ছবি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে(ছবি প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে)
৩) পিতা-মাতা অবিভাবকের মাসিক আয়ের সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান / ওয়ার্ড কাউন্সিলর/ প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদান করতে হবে)
৪ ) অফলাইনে আবেদনের ক্ষেত্রে খামের উপর “শিক্ষা বৃত্তির জন্য আবেদন-২০২৩ ” কথাটি উল্লেখ করতে হবে।
৪) ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
৫) বৃত্তি মনােনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
৬) আবেদন পত্র যথাযথ ভাবে পূরণ করে কুরিয়ার/ডাকযোগে
ঠিকানা: প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, প্রাইম টাওয়ার, প্লট #৮ ও ৩৫ (১০ম তলা), নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯
অনলাইনে আবেদন করার লিংক।
অফলাইনে আবেদন পত্র ডাউনলোড
বৃত্তির পরিমান ও সময়কালঃ
সময়কালঃ ৩-৫ বছর।
শিক্ষাস্তরঃ অনার্স বা সমমান
মাসিক বৃত্তিঃ ২৪০০ টাকা (প্রতি ৩মাস অন্তর ৭২০০ টাকা একত্রে দেওয়া হয়)
বৃত্তির অন্যান্য বৈশিষ্ট্যঃ Prime Bank Scholarship
হতদরিদ্র (যেমনঃ প্রান্তিক কৃষক / ভূমিহীন / গৃহহীন / দিনমজুর / ভিক্ষাবৃত্তি / নদীভাঙ্গন কবলিত / মঙ্গাপিড়ীত / প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত/রিকশা বা ভ্যান চালক/ভিজিডি-ভিজিএফ কার্ডহােল্ডার/ক্ষুদ্র ঋন গ্রহিতা / গৃহপরিচারিকা ইত্যাদি), এতিম, শারীরিক প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের বংশধর, আদিবাসী অনগ্রসর সমাজ, স্বামী পরিত্যাক্তা মায়ের সন্তান, নার্সিং ও কারিগরি শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত যােগ্যতা কিছুটা শিথিলযােগ্য।
Discussion about this post