শিক্ষার আলো ডেস্ক
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে বুধবার (৯ আগস্ট)। শুক্রবার (১১ আগস্ট) মেধাতালিকা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন প্রদান করতে হবে।
সিলেক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ কেন্দ্রীয় কমিটির প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বিশ্ববিদ্যালয়সমূহের মোট আসন সংখ্যা অনুযায়ী মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা সংযুক্ত করা হয়েছে।
১১ থেকে ১৬ আগস্টের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন প্রদান করতে হবে। ২৬ আগস্ট মেধা তালিকার প্রার্থীদের প্রাপ্ত অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হবে।
২৭ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মেধাতালিকার প্রার্থীদের অনলাইনে নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডেরর যে কোন একটির মাধ্যমে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) রূপালী ব্যাংকের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখায় পরিচালিত হিসাব নম্বরে জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।
৮ সেপ্টেম্বর অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হবে। ৯ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষমান তালিকার প্রার্থীদের অনলাইনে নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর যে কোন একটির মাধ্যমে ভর্তি ফি এর প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) রূপালী ব্যাংকে জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।
১৯ সেপ্টেম্বর দ্বিতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অবশিষ্ট অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত অনুষদ ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে। ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয়বার অপেক্ষমান তালিকা হতে নির্বাচিত প্রার্থীদেরকে একইভাবে টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।
বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লি করুন-
৩০ সেপ্টেম্বর তৃতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অবশিষ্ট অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত অনুষদ ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে। ৫ থেকে ৯ অক্টোবর ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদেরকে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি’র সাথে পূর্বে জমাকৃত ১০ হাজার টাকা সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করতে হবে।
এর কোনরূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ স্ব স্ব বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে acas.edu.bd পাওয়া যাবে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় ভর্তি কমিটি যেকোন সিদ্ধান্ত পরিমার্জন/বাতিলের অধিকার রাখে।
বিজ্ঞপ্তি নিচে দেয়া হলো-
Discussion about this post