শিক্ষার আলো ডেস্ক
আটটি কৃষি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল নিরীক্ষণ করা যাবে। তবে এ জন্য শিক্ষার্থীকে দিতে হবে ১ হাজার টাকা। আজ শুক্রবার (১১ আগস্ট) থেকে বিষয় পছন্দক্রম পূরণও শুরু হচ্ছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য ভর্তি পরীক্ষার acas.edu.bd-এ পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর ফলাফল নিরীক্ষণে আগ্রহী প্রার্থীগণ টাকা ১ হাজার টাকা (ট্রানজেকশন চার্জ ব্যতীত) ফি প্রদান করে নির্দিষ্ট পেজে আগামী ১২ হতে ১৪ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।
আজ শুক্রবার (১১ আগস্ট) মেধাতালিকা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তি নিচে দেয়া হলো-
Discussion about this post