খেলাধূলা ডেস্ক
বাংলাদেশ দলের এইরকম বাজে অবস্থা আগে কোনো বিশ্বকাপে দেখা মেলেনি। আজকে পাকিস্তানের বিপক্ষে হারার মাধ্যমে প্রথম দল হিসেবে বাংলাদেশ বিদায় নিয়েছে । বাংলাদেশের পরের দুইটি ম্যাচ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের আট নম্বর পজিশনে না থাকতে পারলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবে না টাইগাররা।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ৩১তম ম্যাচে টস জিতে ব্যট করতে নেমে ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৬ রানেই ২ উইকেট হারানোর পর দলীয় ২৩ রানে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেটও হারায় বাংলাদেশ।
দলীয় সর্বোচ্চ ৫৬ রান করেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক সাকিল আল হাসান ৪৩ রান ও লিটন কুমার দাশ ৪৫ রান করার মাধ্যমে ৪৫ ওবারে ১০ উইকেট হারিয়ে ২০৫ রানের টার্গেট দেয় পাকিস্তানকে।
টার্গেট তাড়ায় ১০৫ বল আগেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের জয়ে ৭৪ বলে ৮১ রান করেন ওপেনার ফখর জামান। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক ৬৯ বলে করেন ৬৮ রান। তাদের জোড়া ফিফটিতে ৭ উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান।
আজকে হেরে যাওয়ার মাধ্যমে বিশ্বকাপে একমাত্র দল হিসেবে বাংলাদেশের বিদায় নিশ্চিত।
Discussion about this post