শিক্ষার আলো ডেস্ক
৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিজ্ঞপ্তি আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হবে বলে পিএসসির এক বিশেষ সুত্রে জানা গেছে।। এ বিজ্ঞপ্তি জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশের কথা থাকলেও সেটিকে এগিয়ে নিয়ে আসা হয়েছে। এছাড়া এ বিসিএসে বয়সে ছাড় দেওয়ার যে খবর ছিল সেটিও হচ্ছে ।
ওই সূত্র জানিয়েছে, জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করলে প্রার্থীদের বয়সে ছাড় দিতে হত। এক্ষেত্রে পিএসসির নিয়োগ বিধি সংশোধনের প্রয়োজন হত। যা অনেক সময়সাপেক্ষ। তাই আগের বিধি অনুযায়ী ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এর আগে, গত বছরের আগস্টে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি বছরের ৩০ নভেম্বর নতুন বিসিএস প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এখন থেকে চাকরিপ্রার্থীদের সুবিধা ও যথাযথ প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে প্রতিবছর বিজ্ঞপ্তি প্রকাশের দিন নির্দিষ্ট করেছে প্রতিষ্ঠানটি। আসল সুখবরটি হলো এক বর্ষপঞ্জিতেই পরীক্ষার সকল ফলাফল শেষ করার উদ্যোগ নিচ্ছে পিএসসি।
Discussion about this post