শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে এবার সর্বোচ্চ স্কোর নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ‘অ্যাপোক্যালিপস’।এটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের নিয়ে গড়া একটি দল। আর চার সদস্যের এ টিম নিজেদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত এবারের অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতে নিয়েছে।
‘অ্যাপোক্যালিপস’ দলের সদস্যরা হলেন- সাদিয়া আহমেদ, এস এম জিসানুল ইসলাম, শহিদ হোসেন মুস্তাকিম এবং আদিবা তাসনিম আনাম। পুরস্কার হিসেবে তারা সনদ ছাড়াও দুই হাজার ৪০০ ইউরো প্রাইজমানিও পেয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অলিম্পিয়াড বিজয়ীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানস্থল থেকে এ তথ্য জানিয়েছেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের দুই সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মাদ কায়কোবাদ ও হাবিবুল্লাহ এন করিম।
আরও পড়ুন- ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে পঞ্চম বাংলাদেশের টিম ‘রোবনিয়াম’
এদিকে চ্যাম্পিয়ন ছাড়াও পাঁচটি ক্যাটাগরিতে এবারের ব্লকচেইন অলিম্পিয়াডে পুরস্কার জিতেছে বাংলাদেশের অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জেতা বাংলাদেশের অন্য পাঁচটি দল হলো- টিম আনচেইন্ড, টিম গ্রেডেভস, টিম বিক্রিপ্ট, টিম কুয়েট অ্যানোনিমাস ও টিম ব্লক বিট। এ পাঁচটি দলকে দেওয়া হয়েছে মেরিট সম্মাননা।
বাংলাদেশ, কানাডা, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, মেসিডোনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেদারল্যান্ডস, ফিলিপাইন, রাশিয়া, তাইওয়ান, ইউক্রেন, যুক্তরাজ্য এবং ভিয়েতনামসহ ২০টি দেশ থেকে প্রায় ৪৫টি দল অংশ নেয় এবারের ব্লকচেইন অলিম্পিয়াডে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ পুরষ্কার ছাড়াও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আরও একটি দল ‘টিম আনচেইনড’ আধুনিক ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উল্লেখযোগ্য অবদানের জন্য মেরিট পুরস্কার পেয়েছে।
Discussion about this post