শিক্ষার আলো ডেস্ক
২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী রবিবার (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী, ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। পরে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন।
একই দিন দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।
আরও পড়ুন-এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ২৬ নভেম্বর
যেভাবে ফলাফল জানা যাবে –
শিক্ষার্থীরা অনলাইনে বা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।
এছাড়া শিক্ষার্থীরা , www.educationboardresults.gov.bd–ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবে।
Discussion about this post