শিক্ষার আলো ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদে যৌথভাবে ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন ১৭ জন গবেষক। তিনটি ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মিনি অডিটোরিয়ামে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সসিলেন্স-২০২২’ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গতবছর বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে এ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ৪৮২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে যা সত্যিই গর্বের এবং আনন্দের। একটি পরিপূর্ণ শিক্ষা ও গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় গঠনে গবেষণা বরাদ্দ ১০ গুন বৃদ্ধিসহ গবেষণার স্বীকৃতি স্বরুপ ডিন’স অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। আমি বিশ্বাস করি আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তাঁরা সকলে আগামীদিনে আরো গবেষণা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
আয়োজিত এই অনুষ্ঠান সভাপতিত্ব করেন স্কুল অব এপ্লাইড সাইন্সেসএন্ড টেকনোজলির ডিন প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম ।
আরও পড়ুন-অনলাইন বুকিং সিস্টেম চালু হলো শাবিপ্রবিতে
শিক্ষকদের গবেষণা উৎসাহিত করার লক্ষ্যে গবেষণা স্বীকৃতি স্বরূপ ‘কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’ নামক ২য় ক্যাটাগরিতে যৌথভাবে ৫ জন গবেষক এ ডিন’স অ্যাওয়ার্ড পান। এ গবেষণায় সুপারভাইজার ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম ও অধ্যাপক শহিদুর রহমান। এতে ক্যাটাগরির বাকি গবেষকরা হলেন- সাদিয়া সুলতানা, মো. জাফর ইকবাল, মো. মিজানুর রহমান রশিদ।
‘কেমিক্যাল ইন্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স এবং পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি’ নামক ৩য় ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পেয়েছেন ৭ জন গবেষক। এতে সুপারভাইজার হিসেবে ছিলেন ফুড ইঞ্জিনিয়ার এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এতে ক্যাটাগরির গবেষকরা হলেন মোহাম্মদ রুজলান হাবিব, জামিল কবির, শিরিন আক্তার, জেনি মুর ও ইয়াসমিন নাহার জলি।
‘মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং’ নামের ৪র্থ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ৫ জন গবেষক। এই গবেষক দলের সুপারভাইজার ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সায়েম ও অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান। এতে আরো গবেষক হিসেবে ছিলেন প্রণব কুমার বিশ্বাস, লুকা রুমোলি ও মিচেলা ড্যালি মুরা। ক্যাটাগরির প্রত্যেক দলকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
Discussion about this post