শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল রোববার (৩ ডিসেম্বর) এ প্রক্রিয়া শেষে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে বোর্ডগুলো। এর ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
এ নিয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে। এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সে হিসেবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করব।
প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হয়েছে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদনে ৩০০ টাকা ফি কাটা হয়েছে।
Discussion about this post