শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে রবিবার (০৩ ডিসেম্বর) মেধাবী শিক্ষার্থীদের শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশন স্বর্ণপদক ও মেধা বৃত্তি এবং শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদ তুলে দেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশন বক্তৃতা প্রদান করেন হলের প্রাক্তন প্রাধ্যক্ষ অধ্যাপক সাজেদা বানু। স্বাগত বক্তব্য রাখেন হলের খণ্ডকালীন আবাসিক শিক্ষক ড. ফারজানা আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-জবির কলা অনুষদের নতুন ডিন ড. হোসনে আরা বেগম
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন এবং দাতা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান। মহিয়সী নারী শামসুন নাহার মাহমুদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, লেখনীর মাধ্যমে সমাজ সংস্কার ও সমাজ পরিবর্তনের জন্য এবং পশ্চাৎপদ নারী সমাজকে সামনে এগিয়ে নেয়ার জন্য শামসুন নাহার মাহমুদ অনন্য ভূমিকা রেখেছেন। স্বর্ণপদক ও বৃত্তি প্রদানের এই আয়োজন হলের শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। শামসুন নাহার মাহমুদের আদর্শ ধারণ করে নিজেদের বিকশিত ও আলোকিত করে সমাজ ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ইসমাত জামান ঊর্বশীকে স্বর্ণপদক প্রদান করা হয়। ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৩০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১৪ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। এছাড়া, ৬ জন বিশিষ্ট দানশীল ব্যক্তির সহযোগিতায় ৮ জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীকে শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়।
Discussion about this post