ক্যারিয়ার ডেস্ক
গত শুক্রবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, আমাদের সিদ্ধান্ত হলো পরীক্ষা শেষ হওয়ার ১০ কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশ করার। আশা করছি এই সময়সীমা শেষ হওয়ার আগেই ফলাফল প্রকাশ করতে পারব।
আরও পড়ুন-শিক্ষকদের জন্য ‘এআই’ বিষয়ক প্রশিক্ষণ
প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ১৮ জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলাগুলো হলো— রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।
Discussion about this post