শিক্ষার আলা ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির অধীনে মেরিন ফিশারিজ একাডেমিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষ ৪৪তম ব্যাচে ৪ বছর মেয়াদি বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্সে ক্যাডেট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীকে অবিবাহিত হতে হবে। আবেদনের শেষ সময় ২৬ ডিসেম্বর।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক (বিজ্ঞান) বা ‘ও’ লেভেল (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫ বা এর সমমান। উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) বা ‘এ’ লেভেল (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫ বা এর সমমান। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিদ্যা ও গণিত বিষয়ে ন্যূনতম জিপিএ–৩.০০ থাকতে হবে। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজিতে জিপিএ–৩.০০ থাকতে হবে।
লিখিত পরীক্ষা
১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নের ভুল উত্তর প্রদানের জন্য পরীক্ষার্থীর কোনো নম্বর কাটা হবে না। লিখিত পরীক্ষার নম্বর: ইংরেজি ও সাধারণ জ্ঞান (উভয়ই ১০) ২০, গণিত ২০, পদার্থবিদ্যা ২০, রসায়ন ২০, জীববিদ্যা ২০।
আবেদন ফি ৬৫০ টাকা। অনলাইনে আবেদন ও বিস্তারিত জানার জন্য লিংকে ক্লিক করতে হবে। যেকোনো বিষয়ে অনুসন্ধানের জন্য ০১৫৫৭৬৩৬৮৫৭ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। ওয়েবসাইট লিংক ।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত তথ্য ও লিখিত পরীক্ষার তারিখ আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত জানুন বিজ্ঞপ্তিতে
Discussion about this post