তুমি কোন বিভাগ থেক মানবিক বিভাগে যেতে চাচ্ছো সেটা এখানে উল্লেখ করো’নি।তোমার বর্তমান বিভাগের উল্লেখ থাকলে উত্তর দিতে সুবিধা হতো। যাই হোক, শিক্ষক হতে চাইলে যেকোনো বিভাগ থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে, সেটা হওয়া যায়। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে তুমি কি অন্যের কথা শুনবে না নিজের মন কি চায় সেটা গুরুত্ব দিবে। তোমাকে এখন খুঁজে বের করতে হবে, তোমার কোন বিষয়ের প্রতি ভীষণ আগ্রহ কাজ করে।
কিন্তু তুমি যদি মানবিক বিভাগ থেকে পড়াশুনা করে শিক্ষক হতে চাও; তাহলে তুমি বাংলা, ইংরেজি ছাড়াও আরও যেসব বিষয় মানবিক বিভাগে রয়েছে, সেই বিষয় গুলোর উপর শিক্ষকতা করতে পারবে।
এস,এস,সির পর কারিগরি (বি এম)শাখায় কয় বছরের ভিতরে ভর্তি হতে হবে?
জেনারেল শাখার মতো 02 বছরের মধ্যে ভর্তি হতে হবে।
Discussion about this post