দেশে করোনার বর্তমান পরিস্থিতির কারণে বিভিন্ন স্বায়ত্ত্বশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়নি। অন্যান্য বারের চেয়ে এবার ৫/৬ মাস পিছিয়ে যাওয়ার পরও দেশে সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ আসায় ফের পেছাতে হয়েছে সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচী।
বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। প্রাক-নির্বাচনী পরীক্ষার ১০ দিন পূর্বে জানানো হবে। মঙ্গলবার (২২ জুন) রাতে বুয়েটের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
বুয়েটের প্রথম বর্ষ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েটের স্নাতক প্রথম বর্ষের প্রাক নির্বাচনী ও চূড়ান্ত ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রাক-নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষার তারিখ প্রাক-নির্বাচনী পরীক্ষার ১০ দিন আগে জানানো হবে।
বুটেক্স ভর্তি পরীক্ষা
চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স)২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুনের পরিবর্তে ২০ আগস্ট বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রুয়েট-চুয়েট-কুয়েটে ভর্তি পরীক্ষা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রথমবারের মতো অনুষ্ঠেয় প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা হচ্ছে। এর আগে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ থেকে দুই মাস পেছানো হয়। করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।
ডুয়েটের ভর্তি পরীক্ষা
চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। গত ১৬ জুন ডুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়।
জানা যায়, আগামী ১১ ও ১২ জুলাই ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি ও অনেক শিক্ষার্থীর ফল না পাওয়ার প্রেক্ষাপটে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান য়েটের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদিন।
বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৭ আগস্ট
প্রথমবারের মতো আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ) স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ২টি বিভাগের প্রতিটিতে ৩০ জন করে মোট ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে। গত ২০ জুন থেকে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে। অনলাইনে (http://bsmraau.teletalk.com.bd) অবেদন শুরু হয়ে চলবে আগামী আগামী ৬ জুলাই রাত ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তির তথ্য মতে, প্রাথমিক আবেদন শেষে আগামী ১৩ জুলাই ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ৭ আগস্ট ঢাকাসহ তিনটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post