নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমানের মূল্যায়নের কোনো ফলাফল পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে না জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ফল পেতে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মোবাইলেই ফলাফল পৌঁছে যাবে।
আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ও এইচএসসি সমমানের মূল্যায়নের ফলাফল ঘোষণার উদ্বোধনী অনুষ্ঠান শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যুক্ত আছেন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। রেজিস্ট্রেশনের মাধ্যমে অথবা মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল পেতে পারবে।
এর আগে গতকাল শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও ফলাফলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে জড়ো হতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
Discussion about this post