নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থী করোনা আক্রান্তের ঘটনায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ রাখা চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান আবারো রবিবার (২৬ সেপ্টেম্বর) থেকে চলবে।
বিদ্যালয়টির ৫ শিক্ষার্থী করোনায় আক্রান্তের পর বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চতুর্থ শ্রেণির ও পঞ্চম শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছিল।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘রবিবার (২৬ সেপ্টেম্বর) থেকে ক্লাস চলবে। শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে পাঠদান বন্ধ করার কথা নয়। শিক্ষার্থীদের আইসোলেশন বা কোয়ারেন্টিনে নিতে হবে। অতিরিক্ত সতর্কতা হিসেবে ঘটনার পরদিন (বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পাঠদান বন্ধ রাখা হয়।‘
মহাপরিচালক আরো জানান, ঠাকুরগাঁওয়ে মোট ১৩ জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। আক্রান্ত অন্য শিশুরা ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদন পরিবারের সদস্য। বেশিরভাগ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। শিশু সদন পরিবার থেকেই করোনা আক্রান্ত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদন পরিবারের করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীরা পার্শ্ববর্তী হাজিপাড়া আদর্শ হাইস্কুলের ছাত্রী। আক্রান্ত হওয়ার পর শিক্ষার্থীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Discussion about this post