শিক্ষার আলো ডেস্ক
কনকনে শীতের রাতে শীতকে তোয়াক্কা না করে বিবেকের ডাকে সাড়া দিয়ে সমাজের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছবিঘরের এক ঝাঁক মানবিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত ‘ছবিঘর’-এর শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা রাজধানীর সাভারে অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করে।
ছবিঘরের স্বেচ্ছাসেবীরা সারা বছরের সমাজসেবা ও বিভিন্ন অলাভজনক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার শীতার্তদের জন্য কম্বল-সোয়েটারের মতো গরম কাপড় নিয়ে বেরিয়ে পড়ে সাভারের অলিগলিতে। শীতের রাতে তারা যেখানে অসহায় মানুষ পেয়েছে সেখানেই ছুটে গেছেন তারা এবং শীতবস্ত্র দিয়ে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেছেন। সংগঠনটির কর্মীরা ছবিঘরকে একটি মানবিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দাবি করেছেন।
ভ্যানে করে শীতবস্ত্র বহন ও বিতরণের সময়ে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রিন্স ঘোষ, সাধারণ সম্পাদক রাতুল ঘোষ, তাদের সহযোদ্ধা ইরফান মাসুদ জারিফ, আহমেদ মোস্তাফিজসহ আরও অনেকে তরুণ-তরুণী।
তারা সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।
অসহায় মানুষের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ছবিঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রিন্স ঘোষ বলেন, ‘আমরা আজ মোট ৩০টি কম্বল ও কয়েকটি সোয়েটারসহ আরও কিছু শীতবস্ত্র গরিব মানুষকে দিয়েছি। আমরা প্রতি বছরের মতো এবারও শীতের রাতে আরাম ত্যাগ করে আমাদের সংগঠন ছবিঘরের সহযোদ্ধাদের নিয়ে বেরিয়ে পড়েছি।’
তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য সমাজের দরিদ্র ও অসহায় বিশেষ করে বেশি বয়সী মানুষের যারা কারও থেকে তেমন সহযোগিতা পান না তাদের কষ্ট একটু হলেও কী করে লাঘব করা যায়। আমরা সবাই মিলে শীতবস্ত্র বিতরণ পরিকল্পনার প্রথমদিনে ভ্যানে করে প্রায় ৫০ জন অসহায় মানুষকে গরম কাপড় দিতে পেরেছি ও তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি, যা আমাদের উদ্যোগকে আগামীতে আরও ত্বরান্বিত করবে বলে মনে করি।’
প্রিন্স ঘোষ আরও বলেন, ‘এবার শীতে আমাদের পরিকল্পনা রয়েছে ৫০০ জন অসহায়-দরিদ্র মানুষকে সাহায্য করা। আমরা মনে করি, সমাজের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবান মানুষ যদি দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজের একটি মানুষও শীতে কষ্ট পাবে না।’
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছবিঘর’ প্রতিষ্ঠালগ্ন থেকে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আসছে।
Discussion about this post