শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের ১৮ জন কৃতি শিক্ষার্থী পাচ্ছেন স্বর্ণপদক।
আগামীকাল সোমবার (১১ মার্চ) হল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে এই স্বর্ণপদক প্রদান করা হবে।
আজ রোববার (১০ মার্চ) সকালে তথ্যটি নিশ্চিত করেন হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন। হল প্রাধ্যক্ষের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
আরো পড়ুন-জবি গণিত বিভাগের ছয় শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম (প্রশাসন) ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবাদুর রহমান প্রামানিক। এছাড়া হলের প্রাক্তনী ও সংবর্ধিত অতিথি হিসেবে রাজশাহী ৪ (বাগমারা) আসনের সাংসদ অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
Discussion about this post