শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ব্যবহারিক ও বিষয় পছন্দক্রম পূরণসহ ভর্তির অন্যান্য সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ মার্চ থেকে ব্যবহারিক পরীক্ষার আগ্র প্রকাশের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এরপর বিষয় পছন্দক্রম পূরণসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ভর্তিচ্ছুদের।
এর আগে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় সোমবার (১১ মার্চ)। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘সি’ ইউনিটের বিজ্ঞান শাখায় ৭৪ হাজার ৫৭৭ জন আবেদন করেছিলেন। তার মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬১ হাজার ১১৯ জন।
এর মধ্যে পাস করেছেন ২৮ হাজার ৯১ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৩২ হাজার ৬৫৮ জন। ওএমআর বাতিল হয়েছে ৩৬৬ জনের। বিজ্ঞান শাখায় পাসের হার ৪৬ শতাংশ। এ শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৬। অবিজ্ঞান শাখায় আবেদন করেছিলেন এক হাজার ৭৭৮ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ হাজার ৬৯৭ জন।
এ শাখায় পাস করেছেন এক হাজার ৩৬৮ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৩২৭ জন। ওএমআর বাতিল হয়েছে এক জনের। অবিজ্ঞান শাখায় পাসের হার ৮০.৬০ শতাংশ। এ শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৭।
ভর্তি প্রক্রিয়ার সম্ভাব্য সময়সূচি
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ ১৭ মার্চ দুপুর ১২টা থেকে ২৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান ব্যবহারিক পরীক্ষা (সম্ভাব্য) ২১ অথবা ২২ এপ্রিল।
বিভাগ পছন্দক্রম পূরণ করতে হবে ২৫ এপ্রিল থেকে ৪ মে। এরপর প্রথম নির্বাচন তালিকা প্রকাশ করা হবে ৭ মে। এ তালিকার সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি ১২ মে থেকে ১৪ মে। বিজ্ঞান অনুষদের ডিন সি-ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. নাসিমা আখতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সম্ভাব্য এ সময়সীমা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৫ এপ্রিল থেকে ৪ মের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম প্রদান করতে হবে। কোনো ভর্তিচ্ছু নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারলে সি-ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং সি-ইউনিটের কোন বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না।
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discussion about this post