শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ব্যাবহারিক পরীক্ষার ফর্ম পূরণ আজ থেকে শুরু হয়ে চলবে ২৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে ১৭ এপ্রিল অনুষ্ঠাতব্য লিখিত ও ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ভর্তিইচ্ছুরা।
ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শুধু মনোনীত শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
প্রাথমিক ফলাফলে ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে যারা চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগে (চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ) এবং কলা অনুষদভুক্ত সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
Discussion about this post