শিক্ষার আলো ডেস্ক
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় এই পরীক্ষা শেষ হয়।
এরপর বিকেল সাড়ে ৫টার দিকে ফলাফল প্রকাশ করা হয়।আইইউটি বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক www.admission.iutoic-dhaka.edu ওয়েবসাইটে এই ফলাফল পাওয়া যাচ্ছে।
এবার মোট পাঁচটি বিভাগের ৭২২টি আসনে শিক্ষার্থ ী ভর্তি করা হবে।এই আসনের বিপরীতে ৮ হাজার ৯৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ১১ জন ভর্তিচ্ছু।
এবার প্রথম স্থান অধিকার করেছে রাজধানীর নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী আহনাফ জামিল, দ্বিতীয় স্থান অধিকার করেছেন রাজধানীর নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সামিত আহসান এবং তৃতীয় শাদমান সামি।
১ম ও ২য় স্থান অধিকারী ছাত্রছাত্রীকে সম্পূর্ণ বৃত্তি প্রদান করে থাকে এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। ওআইসি পরিচালিত বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশ আর ওআইসিভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পান।
প্রসঙ্গত প্রকাশিত ফলাফলে দেখা গেছে, শীর্ষ ১০ জন শিক্ষার্থীর ৬ জনই রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী।
আইইউটি ভর্তি পরীক্ষায় শীর্ষ ১০ জনের মধ্যে চান্সপ্রাপ্ত নটর ডেমের শিক্ষার্থীরা হলেন- আহনাফ জামিল (১ম), সামিত আহসান (২য়), শামসুল হক সামি (৪র্থ), রাদ শারার (৫ম), আমির হামজা আসিফ (৬ষ্ঠ), আজমায়িন ইনকিয়াদ আদিব (৯ম)।
যেসব প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে—
১. বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)
২. বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)
৩. বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)
৪. বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)
৫. বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (এসডব্লিউ)
৬. বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)
৭. বিবিএ ইন টেকনোলজি ম্যানেজম্যান্ট (বিবিএ–টিএম)
Discussion about this post