শিক্ষার আলো ডেস্ক
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ১৪০ জন শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও সরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজিজুল হক কলেজ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন প্রায় ৪০ জন। সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ১০০ এর অধিক শিক্ষার্থী।
গতবছর ২০২৩ সালেও বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে প্রায় ২৬০ জন শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও সরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন।
২০২২-২৩ শিক্ষাবর্ষে বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন প্রায় ৬০ জন।সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ২০০ এর অধিক শিক্ষার্থী।
কলেজ অধ্যক্ষ খোন্দকার কামাল হাসান এই ফলাফলে উচ্ছাস প্রকাশ করে বলেন, আত্মনির্ভরশীলতা ও সুশিক্ষায় অনন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ভালো ফলাফলের পাশাপাশি মানসম্মত ও যুগপোযোগী শিক্ষা প্রদান করে আসছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানে এ কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল এই সাফল্য। প্রতি বছরই আমাদের কলেজের ছেলেমেয়েরা এই গৌরব বয়ে আনে।
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সরকারি আজিজুল হক কলেজ থেকে অংশ নিয়েছিলেন এবার এক হাজার ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। পাস করেছেন সবাই। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ১৫১ জন। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সরকারি আজিজুল হক কলেজ থেকে অংশ নিয়েছিলেন এক হাজার ৪০০শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৯৪ জন।জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিলো এক হাজারের বেশি।
Discussion about this post