শিক্ষার আলো ডেস্ক
শিক্ষার মান উন্নয়নের জন্য রাজশাহী নগরের চারটি সরকারি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নে রাজশাহী জেলার ৪টি কলেজগুলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হল।
আরও পড়ুনঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলো সরকারি ৫ কলেজ
অধিভুক্ত কলেজগুলো হলো- রাজশাহী সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ।
নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল দায়িত্ব নেওয়ার পর এখন নতুনভাবে সাজাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়কে। বিশেষ করে শিক্ষার্থীদের মানোন্নয়নে জোর দিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে ঢাবির মতো রাবির অধীনেও সরকারি কলেজগুলো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Discussion about this post