শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের যাদের ছবি/সেলফি কর্তৃপক্ষের গাইডলাইন অনুযায়ী আপলোড করা হয়নি, তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে সংশোধিত ছবি/সেলফি আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি।
বিবৃতিতে বলা হয়েছে, যে সকল আবেদনকারীর ছবি/সেলফি অথবা উভয়টি জিএসটির ফটো গাইডলাইন অনুযায়ী গৃহিত হয়নি তারা আগামী ৮ এপ্রিল রাত ১০টার মধ্যে অবশ্যই জিএসটির ফটো গাইডলাইন অনুসরণ করে প্রযোজ্য ক্ষেত্রে ছবি/সেলফি অথবা উভয়টি আপলোড সম্পন্ন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অন্যথায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কোনো প্রকার সুযোগ থাকবে না।
এর আগে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে। আবেদনের শুরুতে সেলফি জটিলতার কারণে একদিন এ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। এবার মোট তিন লাখ পাঁচ হাজার ৩৪৬টি আবেদন জমা হয়েছে।
আগামী ২৭ এপ্রিল শনিবার ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Discussion about this post