শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক (ডিএসডব্লিউ) হিসেবে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিককে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দিয়ে গতকাল সোমবার (১৫ এপ্রিল) এক অফিস আদেশ জারি করেছে বুয়েট কর্তৃপক্ষ। গত ৩০ জুন ২০১৯ থেকে এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
বুয়েট রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এই অফিস আদেশে বলা হয়, ‘এ বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিককে কর্তৃপক্ষের নির্দেশক্রমে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য এতদ্বারা নিয়োগ প্রদান করা হলো।
আরও পড়ুন ঃ উত্তাল বুয়েট , পরিবর্তিত ৬ দফা দাবী , আল্টিমেটাম !
তিনি এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী দেয় ভাতা ও সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন।’
এর আগে গত ২৭ মার্চ দিবাগত রাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মীসহ বহিরাগতদের প্রবেশের প্রতিবাদে গত ২৯ মার্চ দুপুর আড়াইটায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করে বিক্ষোভ করে বুয়েটের শিক্ষার্থীরা। এ সময় তারা ছয় দাবি জানান। তাদের দাবিগুলোর মধ্যে একটি ছিল বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক ড. মিজানুর রহমানের পদত্যাগ করা।
পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান ২০১৯ সালের ৩০ জুন থেকে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
Discussion about this post