শিক্ষার আলো ডেস্ক
কম্পিউটার প্রোগ্রামিং জগতে সবচেয়ে মর্যাদা ও প্রতিযোগিতাপূর্ণ এই আয়োজন আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা যা সংক্ষেপে ‘আইসিপিসি’ বলেই অধিক পরিচিত। প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ বলা যায় একে। সেই বিশ্বমঞ্চে ইতিহাসে আবারও শ্রেষ্ঠত্বের গৌরবে উড়লো লাল সবুজ পতাকা। চূড়ান্ত পর্বে পশ্চিম এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) -এর ‘টিম পটেটোস ‘ দল।
মিশরের লুক্সর শহরে দ্য আরব একাডেমি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেরিটাইম ট্রান্সপোর্টে অনুষ্ঠিত ৪৬তম এই আয়োজনে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১২৪ টি দল অংশগ্রহণ করে। বুয়েটের বিজয়ী দলের সদস্যরা হলেন বুয়েটের বিজয়ী দলের সদস্যরা হলেন- সাব্বির রহমান আবির (সিএসই-১৭), কাজী মো. ইরশাদ (সিএসই-১৭) ও এসকে সাবিত বিন মোসাদ্দেক (সিএসই-১৮)।
১৪-১৯ এপ্রিল অনুষ্ঠিত এই আসরে অংশ নেয়া বিশ্বের ১২৪টি দলের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টিম পটেটোস সামগ্রিকভাবে ২৮তম স্থান এবং পশ্চিম এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে।
৪৬তম আসরে সামগ্রিকভাবে ১ম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় এবং একইসঙ্গে পূর্ব এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
আরও পড়ুনঃ চ্যান্সেলরের সম্মতি, চবির ৫ম সমাবর্তন ৮ ডিসেম্বর!
আইসিপিসির প্রতিযোগিতাটি দু’টি পর্বে অনুষ্ঠিত হয়। ১ম পর্বে বিশ্বের ৮টি অঞ্চল থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীরা চূড়ান্ত (ওয়ার্ল্ড ফাইনাল) পর্বে অংশ নেয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ৮টি অঞ্চলের মধ্যে এশিয়া পশ্চিম অঞ্চলের অন্তর্ভুক্ত। পশ্চিম এশিয়া অঞ্চলে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে বুয়েট পেছনে ফেলেছে ভারতের অনেকগুলো আইআইটিকে।
এবার একই সময়ে ৪৭তম আসরও অনুষ্ঠিত হয়েছে। এতে এককভাবে সারা বিশ্বের ১৩০টি বিশ্ববিদ্যালয়ের টিম অংশ নেয়। আর সামগ্রিকভাবে বুয়েটের অবস্থান ৬৫তম।
৪৭তম আসরে সামগ্রিকভাবে ১ম স্থান অর্জন করেছে রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অফ ইকোনমিক্স এবং একইসঙ্গে নর্দান ইউরেশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এক সাক্ষাৎকারে দলের তিন সদস্য জানান তাদের অনুভূতির কথা। বলেন, “লক্ষ্য ছিল সামগ্রিকভাবে আরও শীর্ষে থাকার। সেটার পাশাপাশি পশ্চিম এশিয়ায় সেরা হওয়াটা ছিল বাড়তি পাওয়া। ভীষণ ভালো লাগছে । আর স্যারদের মূল্যবান দিকনির্দেশনা আর অনুপ্রেরণা এই অর্জনের পেছনে অনেক বড় শক্তি হিসেবে কাজ করেছে।”
উল্লেখ্য, ২০২২ সালে অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় পশ্চিম এশিয়ায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) -এর ‘বুয়েট হেলবেন্ট’ দল !
৪৬তম আসরের স্কোরবোর্ড দেখুন এখানে।
৪৭তম আসরের স্কোরবোর্ড দেখুন এখানে।
Discussion about this post