শিক্ষার আলো ডেস্ক
পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।
এর আগে প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলার কথা ছিল।
কিন্তু এ পরীক্ষার রুটিনে প্রতিটি বিষয়ের পরীক্ষার মাঝে মাত্র এক দিনের বিরতি রয়েছে এমন অভিযোগে, মানব বন্ধনও প্রতিবাদ সমাবেশ করে পরীক্ষার্থীরা। রুটিন পরিবর্তন করতে হবে এবং প্রতিটি পরীক্ষার মাঝে অন্তত ২ থেকে ৩ দিন বিরতি খাকতে হবে এমন দাবী ছিলো তাদের।
অবশেষে, পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার এই বর্ষের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে, যা ২৭ জুন পর্যন্ত চলবে। প্রকাশিত এই রুটিনে প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে দুই থেকে তিন দিন বিরতি দেয়া হয়েছে।
রুটিন পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছে পরীক্ষার্থীরা !
Discussion about this post