শিক্ষার আলো ডেস্ক
তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আজ রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রাশসন এ তথ্য জানায়।
জানা গেছে, প্রাথমিকভাবে এক সপ্তাহ অনলাইনে ক্লাস নেওয়া হবে। এরপর পরস্থিতি বিবেচনায় নতুন সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
এ সময়ের মধ্যে পূর্বনির্ধারিত সকল ধরনের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব পরীক্ষার সময় পুননির্ধারণ করা হবে।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে
এর আগে তীব্র তাপদাহে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Discussion about this post