শিক্ষার আলো ডেস্ক
তীব্র তাপপ্রবাহে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ দিনের ছুটি ঘোষণা করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
সোমবার (২২ এপ্রিল) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারা দেশে তীব্র তাপদাহের কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যাওয়ায় এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আগামী ২৩/০৪/২০২৪ইং তারিখ থেকে ০২/০৫/২০২৪ইং তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম (ক্লাস ও পরীক্ষা) বন্ধ থাকবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “উলিখিত তারিখসমূহে অফিস সময়সূচী সকাল ৯:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত হবে। তবে দাপ্তরিক জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ এ বিষয়ে আলাদা নির্দেশনা প্রদান করতে পারবেন।”
আরও পড়ুন: সশরীরেই ক্লাস চালু রাখার সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
পরীক্ষা সশরীরে বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, “নিরাপত্তা শাখা, প্রধান প্রকৌশলী এর কার্যালয় (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, জরুরী প্লাম্বিং ও রিপিয়ারিং এবং জরুরী বৈদ্যুতিক মেরামত) এবং মেডিকেল সেন্টার এ ছুটির আওতাভুক্ত নয়।”
Discussion about this post