শিক্ষার আলো ডেস্ক
এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের পর এবার একাদশে ভর্তির পালা! ঢাকা বোর্ডের সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হতে পারে ২৬ মে থেকে। তিন ধাপে আবেদন নেওয়া হবে৷ অনলাইনে আবেদন চলবে। কলেজে ভর্তি ফিও নির্ধারণ করা হয়েছে ।
সূত্র জানিয়েছে, আগামী ২৬ মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এ প্রক্রিয়া চলতে পারে ১১ জুন পর্যন্ত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়। দু’একদিনের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকষিত হতে পারে।
ঢাকা বোর্ড সূত্রে জানা যায়, রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ ৭৫০০, ইংরেজি মাধ্যমে ৮৫০০। ঢাকা বাদে অন্য মেট্রপলিটন এরিয়াতে ৫ হাজার, জেলা শহরে ৩ হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা।
কলেজগুলোতে প্রায় ২৫ লাখ আসন থাকলেও এবার পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার। সে হিসেবে ৮ লাখের বেশি আসন খালি থাকবে। তবে বরাবরের মত ভালো কলেজগুলোয় ভর্তির প্রতিযোগিতা হবে।
Discussion about this post