শিক্ষার আলো ডেস্ক
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আজ সোমবার (২০ মে) দুপুর ১২টা থেকে থেকে শুরু হয়েছে। এ প্রক্রিয়া সঠিকভাবে করতে গাইডলাইন অনুসরণ করতে বলা হয়েছে। সঠিকভাবে না করলে ভর্তিবঞ্চিত হতে পারেন ভর্তিচ্ছুরা।
গুচ্ছের ওয়েবসাইটে বলা হয়েছে, জিএসসি-গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের বিভাগ পছন্দক্রমসহ ভর্তির আবেদন ২০ মে দুপুর ১২টা থেকে শুরু হবে। অনলাইনে বিভাগ পছন্দক্রমসহ ভর্তির আবেদনের ভিডিও গাইডলাইন দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ২য় ধাপের ভর্তি শেষে জাবিতে ৬১৯ আসন শূণ্য
২০ জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে। এরপর ক্লাস শুরু করব। এবার চারটি মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে আমরা সব কার্যক্রম শেষ করব। আগস্টের শুরুতে আমাদের ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। তবে ২০ জুলাইয়ের পর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু করতে পারবে- এমনটি জানিয়েছেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হয়েছে।
গাইডলাইন দেখতে এখানে ক্লিক করুন।
Discussion about this post