শিক্ষার আলো ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১ হাজার ২০০ আসন বিশিষ্ট ১০তলা নতুন ছাত্রী হোস্টেল নির্মাণ করা হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলো সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান।
আরও পড়ুনঃ২য় ধাপের ভর্তি শেষে জাবিতে ৬১৯ আসন শূণ্য
তিনি জানান, সভায় ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্পের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের আওতায় ১২০০ আসন বিশিষ্ট ১০তলা নতুন ছাত্রী হল ভবন নির্মাণ হবে। বিটিসি এবং এপিএল জেভি প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১১৪ কোটি ৭ লাখ ৫৫ হাজার ১৫৯ টাকা।
Discussion about this post