নিজস্ব প্রতিবেদক
সামাজিক দায়বদ্ধতা থেকে ডেমরার হাজীনগরের স্টুডেন্ট এইড স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থীর দুই মাসের বেতন মওকুফ করে দিয়েছে। দেশের বর্তমান করোনা পরিস্থিতির কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। স্টুডেন্ট এইড স্কুলের পরিচালক জনাব মশিউর রহমান মুসা এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি জানান, ডেমরার একটি পিছিয়ে পড়া এলাকা হাজীনগর এলাকায় অবস্থিত এবং এ স্কুলে অধিকাংশ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের সন্তানরা পড়াশুনা করে। তাদের আর্থিক অবস্থা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় তিনি দেশের সকল স্কুল কর্তৃপক্ষ এবং বিত্তবানদের এ দুর্যোগপূর্ণ সময়ে শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
মশিউর রহমান বলেন, আল্লাহ অনেক দিয়েছেন। শুধু তাই নয়, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর কয়েক দফায় এলাকার কয়েক শতাধিক কর্মহীন ও গরিব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আজীবন মানুষের পাশে থাকতে চাই। পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত আমার অসহায় মানুষের পাশে থেকে তাদের সব ধরনের সহযোগিতা করব।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে পাঠরত শিক্ষার্থীদের একটি বড় অংশের অভিভাবক করোনা পরিস্থিতির কারণে আর্থিক সংকটে পরেন। করোনার ছুটিতে দেশজুড়ে অচলাবস্থায় আয়-রোজগারে টানাপড়েন শুরু হয়েছে। শিক্ষায় ব্যয়ের চেয়ে এই মুহূর্তে নিত্য প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা। এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে, তা কেউ বলতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে সন্তানের স্কুলে মাসিক বেতন দেওয়ার সামর্থও নেই অনেকের।
Discussion about this post