শিক্ষার আলো ডেস্ক
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩—২৪ শিক্ষাবর্ষের বিভাগ পছন্দ ক্রমসহ ভর্তি আবেদনের শেষ দিন ছিল আজ ২৯ মে ২০২৪ মঙ্গলবার। তবে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন বিভাগের অধিকাংশ জেলা বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় বাড়ানো হয়েছে এক দিন অর্থাৎ ৩০ মে পর্যন্ত।
সময় বাড়ানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুচ্ছ সমন্বয় কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, দেশের অনেক জায়গা বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন থাকায় অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেনি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় এক দিন বাড়ানো হয়েছে।
এর আগে গত ২৭ এপ্রিল এ ইউনিট (বিজ্ঞান), ৩ মে বি ইউনিট (মানবিক) এবং ১০ মে সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Discussion about this post