শিক্ষার আলো ডেস্ক
কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ৬ দিন বেড়েছে।
কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৯ মে) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঃ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে নতুন নিয়মে : শিক্ষামন্ত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিসম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণের সময়সীমা ৩০ মের স্থলে আগামী ৫ জুন পর্যন্ত বর্ধিত করা হলো।
এর আগে, ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২২ এপ্রিল থেকে কৃষিগুচ্ছের ভর্তি আবেদন শুরু হয়। যা শেষ হওয়ার কথা আজ বৃহস্পতিবার ( ৩০ মে)।
Discussion about this post