শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে শিক্ষাবোর্ড। আগামী ১১ জুন এ ফলাফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (৩০ মে) অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবার সব বোর্ডের পুনঃনিরীক্ষণের ফলাফল একযোগে প্রকাশ করা হবে। আগামী ১১ জুন ফলাফল জানা যাবে। এবার ঢাকা বোর্ডে এক লাখ ৭৯ হাজার উত্তরপত্র নিরীক্ষার জন্য আবেদন পড়েছে।
গত ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ।
আরও পড়ুন- কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়লো
প্রত্যেকবারের মত এবারও প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফলাফল না এলে পুনঃর্নিরীক্ষণ আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়। ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল প্রতি পত্রের জন্য ১২৫ টাকা।
Discussion about this post