শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসে (মূল ক্যাম্পাস) ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল শিক্ষা মন্ত্রণালয়।অন ক্যাম্পাসে প্রোগ্রামের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্নসচিব পারেভেজ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আরও পড়ুনঃ বৃত্তি পাবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজার শিক্ষার্থী!
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক নির্দেশিত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালু করা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ইতোমধ্যে বিভিন্ন সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হওয়ার লক্ষ্যে তাদের পছন্দ ও প্রাপ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কোনো বিশ্ববিদ্যালয়/কলেজে ভর্তি করানো ও এই প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
এর আগে গত সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসে প্রোগ্রামের সকল কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছিল মন্ত্রণালয়।
Discussion about this post