শিক্ষার আলো ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে ৩০ জুন অনুষ্ঠিত হবে জানিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বোর্ড বলেছে, পরীক্ষার সময় পেছানো নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া।
সরকারি ছুটির দিন শনিবার ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে নতুন নিয়মে : শিক্ষামন্ত্রী
‘ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকশিত সময়সূচি অনুসারে আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা-২০২৪ যথারীতি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’
এর আগে শুক্রবার রাত ১০টা ৯ মিনিটে সাংবাদিকদের কাছে দেয়া এক বার্তায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া।
এ কর্মকর্তা বলেন, ‘পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে। পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
Discussion about this post