শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।
এ সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যবহারের পদ্ধতি এ লিংকে (https://shorturl.at/gK7ns) দেখা যাবে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগ ইন করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে, পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা।
আরও পড়ুনঃ এসএসসিতে এক বা দুই বিষয়ে ফেল হলেও কলেজে ভর্তি !
এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল। তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন।
প্রসংগত অনলাইনে কলেজ-মাদ্রাসার একাদশ শ্রেণির ভর্তি আবেদন গ্রহণ শুরু হয় ২৬ মে থেকে। আবেদন করা যাবে ১১ জুন ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। আবেদন ফি ১৫০/= টাকা।
Discussion about this post